ডেঙ্গু
- মোঃ শাফিকুল ইসলাম রিপন ১৭-০৫-২০২৪

ডেঙ্গু হলো মশার রাজা
অতি সাংঘাতিক,
তার কামড়ে অসুখ-বিসুখ
মৃত্যু মর্মান্তিক ।

ডেঙ্গু বাড়ে নানান ভাবে
নোংরা জায়গাতে,
ফুলের টবে, টায়ার, ছাদের
জমা পানিতে ।

ডেঙ্গু ছড়ায় এডিস মশা
মে থেকে সেপ্টেম্বর এ,
এ সময়ে সাবধান থাকতে
হবে সকল কে ।

ডেঙ্গু হলো শক সিনড্রোম
ক্ষীণ হয় নাড়ির স্পন্দন,
হঠাৎ মানুষ জ্ঞান হারিয়ে
কখনও যায় মরে ।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।